ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে ৩ ঘণ্টা পর
প্রকাশিত হয়েছে : ৮:৫৬:৪৬,অপরাহ্ন ০৪ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক :: বগি লাইনচ্যুতির প্রায় তিন ঘণ্টা পর জালালবাদ এক্সপ্রেস ট্রেনটি উদ্ধার শেষে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।এর আগে সকাল পৌনে ১০টায় জালালবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় চট্টগ্রাম ও নোয়াখালীর সঙ্গে রাজধানী ঢাকা ও সিলেটসহ সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।ট্রেনে ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক।বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এ লাইনচ্যুতির ঘটনা ঘটে।