ট্রেনে কাটা পড়ে হবিগঞ্জে আ.লীগ নেতার মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৯:০৪:২৭,অপরাহ্ন ০৭ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: ট্রেনে কাটা পড়ে হবিগঞ্জের মাধবপুরে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার উপজেলার হরষপুর স্টেশনে বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত মোর্শেদ কামাল তালুকদার (৩৫) লাখাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বুল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মোর্শেদ কামাল সকালে শায়েস্তাগঞ্জ রেলস্টেশন থেকে কালনী এক্সপ্রেসে করে ঢাকা যাচ্ছিলেন।পথে হরষপুর স্টেশনে আরেকটি ট্রেনকে ক্রসিং করার সময় তিনি পানি কিনতে নামেন। এ সময় সিলেটগামী পারাবত এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।