ট্রেনের বগি লাইনচ্যুত; সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
প্রকাশিত হয়েছে : ৭:৩৮:৪২,অপরাহ্ন ০২ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: হবিগঞ্জের রশিদপুরে চট্টগ্রাম থেকে সিলেট অভিমুখী তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধারে সিলেট, কুলাউড়া ও আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে। রেল যোগাযোগ স্বাভাবিক হতে দুপুর ১টা বেজে যেতে পারে বলে জানা গেছে।
শায়েস্তাঞ্জ রেল জংশনের কর্মকর্তা কাউছার আহমেদ জানান- এটা একটা দুর্ঘটনা। কোনো নাশকতা নয়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তেলবাহী ট্রেনটি উদ্ধারের চেষ্টা চলছে।