ট্রাকের ধাক্কায় চলন্ত অটোরিকশায় আগুন, চালক পুড়ে অঙ্গার
প্রকাশিত হয়েছে : ৮:১৯:০৫,অপরাহ্ন ২৫ মার্চ ২০২৪
চট্টগ্রামের চন্দনাইশে ট্রাকের ধাক্কায় চলন্ত সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে পুড়ে অঙ্গার হয়েছেন ওই অটোরিকশাচালক।
মো.আবদুল্লা আল আমীন
সোমবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত চালকের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজগেট এলাকায় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে ওই অটোরিকশায় আগুন ধরে যায়। এতে বের হতে না পরে অটোরিকশারচালক ভেতরেই পুড়ে মারা যান।
এ বিষয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রুহুল আমীন বলেন, ঘটনার পর পরই স্থানীয়রা ফোনে খবর দেন। বিকেল সাড়ে ৩টার দিকে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ঘটনাস্থলে যাওয়ার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় চালক অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন।