ট্যুইন টাওয়ারে বিমান হামলায় জড়িত সৌদি রাজ-পরিবার: আল কায়েদা
প্রকাশিত হয়েছে : ৩:৪৮:০২,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
ট্যুইন টাওয়ারে বিমান হামলায় জড়িত সৌদি রাজ-পরিবার: আল কায়েদা ১৪ বছর অতিক্রান্ত ৷আমেরিকার ট্যুইন টাওয়ারে বিমান হামলার স্মৃতি আজও অমলিন। ৯/১১-র সেদিনের সেই হামলার পিছনে সৌদির রাজপরিবার যুক্ত বলে দাবি করল আল কায়েদা।
৯/১১ হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের তরফে সৌদির রাজ-পরিবারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। আর সৌদি রাজ-পরিবারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ফরাসী নাগরিক জাকারিয়াস মৌসাই-কে জিজ্ঞাসাবাদ করে এমনই তথ্য উঠে এসেছে গোয়েন্দা সংস্থার হাতে৷মৌসাইয়ের বিরুদ্ধে সন্ত্রাস সম্পর্কিত অভিযোগ এনে কলোরাডোতে বর্তমানে তার বিচার চলছে। সেখানেই সে জেরায় জানিয়েছে, ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাসে একটি বৈঠকে অংশ নিয়েছিল সে। সেখানেই আলোচনায় স্থির হয় আমেরিকান প্রেসিডেন্টের এয়ার ফোর্স ওয়ান বিমানেই হামলা করা হবে।
আমেরিকার দেওয়াই স্টিংগার মিসাইল দিয়েই হামলা চালানো হবে বলে বৈঠকে স্থির হয়৷ আল কায়েদা জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে তাকে ডিজিটাল ডেটাবেসের দায়িত্ব দেওয়া হয়।
সেদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বেশ কিছু হাই প্রোফাইল ব্যাক্তিত্ব। সৌদি যুবরাজ তথা সৌদির গোয়েন্দা দফতরের দিরেক্টর জেনারেল তথা আমেরিকার রাষ্ট্রদূত তুর্কি আল-ফায়সাল আল সৌয়াদ তাঁর সঙ্গে উপস্থিত সৌদি রাজ-পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দেয় ৷ ৯/১১-র মাস্টারমাইন্ড ওসামা বিন লাদেন ও সৌদির রাজ-পরিবারের মধ্যে দূতের কাজ করত বলে জেরায় জানিয়েছে জাকারিয়াস মৌসাই। উল্লেখজনকভাবে, সৌদির রাজপরিবার মৌসায়ের এই অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে।