টেক্সটাইল খাতের উন্নয়নে সহায়তা দেবে জার্মানি
প্রকাশিত হয়েছে : ১২:০৯:১৩,অপরাহ্ন ০৯ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: বাংলাদেশের টেক্সটাইলখাতের উন্নয়নে ৫০ মিলিয়ন ইউরো সহায়তা দেবে জার্মান সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের দামও এক ইউরো বাড়ানোর আশ্বাস দিয়েছেন জার্মান প্রতিনিধি দল।মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং জার্মানির উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী হ্যান্স জকিম ফুকটেল এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, এই চুক্তির ফলে জার্মান সরকার আমাদের দেশের ১০টি টেক্সটাইল কারখানার কম্পøায়েন্সের (উন্নয়ন) জন্য আর্থিক সহায়তা দেবে। এতে জার্মানের বড় বড় কোম্পানিগুলো টেক্সটাইলখাতে আগ্রহী হবে। এছাড়া আগামীতে প্রতি জোড়া জিন্স আমদানির ক্ষেত্রে অতিরিক্ত এক ইউরো বাড়াবে জার্মানি।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্য সচিব হেদায়েতুল্লা আল মামুন, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম এবং জার্মান সরকারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।