টি-টোয়েন্টিতেও ধারাবাহিকতা ধরে রাখতে চান মাশরাফি
প্রকাশিত হয়েছে : ৩:০৫:৩৪,অপরাহ্ন ২৩ এপ্রিল ২০১৫
স্পোর্টস ডেস্ক::
ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় তুলে নিলেও টি-টোয়েন্টিতে সেটা এখনও পারেনি বাংলাদেশ। তাই টি-টোয়েন্টিতে নিজেদের শক্তি সামর্থ্য নিয়ে দোদুল্যমান অবস্থায় রয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বৃহস্পতিবার মিরপুরে তিনি বলেন ‘শক্তি-সামর্থ্যে পাকিস্তান দলটি অভিজ্ঞতায় অামাদের থেকে এগিয়ে আছে। তাদের দলে কয়েকজন টি-টোয়েন্টি ‘স্পেশালিস্ট’ খেলোয়াড় আছে। আমাদের তেমন কেউ নেই। তা ছাড়া টেস্ট বা ওয়ানডের তুলনায় আমরা তেমন টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাই না। এ দিক দিয়ে আমরা পিছিয়ে আছি।’
টি-টোয়েন্টিতে নিজেদের প্রস্তুতি নিয়ে হতাশার কথা শুনিয়ে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অারও বলেন- ‘টি-টোয়েন্টির জন্য আমাদের প্রস্তুতি তেমন ভালো নয়। তবে মাঠে ভালো খেলতে পারলে অভিজ্ঞতাকে হার মানানো সম্ভব হবে।’
হতাশার কথা শোনালেও ওয়ানডে সিরিজের সাফল্যকেই অাত্মবিশ্বাসের জ্বালানি হিসেবে দেখছেন মাশরাফি। বলেন, ‘ওয়ানডেতে আমরা যেভাবে খেলেছি, সেই ধারাবাহিকতা এই ম্যাচে ধরে রাখতে পারলে জয় পাওয়া সম্ভব। আমাদের বেশ কয়েকজন ভালো ব্যাটসম্যান আছে। স্পেশালিস্ট না হলেও তাদের ভালো খেলার সামর্থ্য আছে।’
টি-টোয়েন্টিতে নিজেদের করণীয় নিয়ে মাশরাফি বলেন, ‘টেস্ট-ওয়ানডেতে সময় নিয়ে খেলা সম্ভব। তবে টি-টোয়েন্টিতে সেই সুযোগ নেই। তাই শুরুটা ভালো করতে হবে আমাদের।’