টিলাগড়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া
প্রকাশিত হয়েছে : ৫:১০:৪১,অপরাহ্ন ০৯ মার্চ ২০১৯
সিলেট ডেস্ক:: সিলেটের টিলাগড়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে তুমূল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় তিন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। শনিবার (৯ মার্চ) বেলা ২ টায় সিলেট এমসি কলেজ ক্যাম্পাসের ভিতরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, সিলেট এমসি কলেজ ছাত্রলীগের কর্মী জাবের আহমদ, আলমগীর ও সরকারি কলেজ ছাত্রলীগের কর্মী জাহাঙ্গীর আলম। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি (সোমবার) মোহনা বসন্তবরণ উৎসবের দিন সিলেট এমসি কলেজে ছাত্রলীগের দু পক্ষের সংঘর্ষের ঘটনার জের ধরে আজ আবার সিলেট এমসি কলেজ ও সরকারি কলেজ ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়লে উভয়পক্ষের তিন কর্মী আহত হন। পরে খবর পেয়ে শাহ পরাণ (রহ.) থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহ পরাণ (রহ.) থানার ওসি আখতার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। তবে কি কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।