টিভি পর্দায় মা-কে নিয়ে কথা বলবেন দীঘি
প্রকাশিত হয়েছে : ১২:০৬:৫৩,অপরাহ্ন ১৩ জানুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক :: ‘খুব ছোট বেলাতে মাকে হারিয়েছি। স্বপ্ন ছিলো ডাক্তার হবার, তা হয়ে ওঠা হয়নি। মাকে সবসময় মিস করি।’ এভাবেই অভিনয়শিল্পী দীঘি তার মা চিত্রনায়িকা দোয়েলকে নিয়ে নানা কথা বলেছেন।
মাই টিভির পর্দায় ‘আমার সুখ আমার দুঃখ’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি মাকে ঘিরে নানা না বলা কথা এবার দর্শকদের জানান। পাশে ছিলেন বাবা সুব্রত।
অনুষ্ঠানটি উপস্থাপন করেছেন মুনমুন লুসি। হারুন মেহেদীর প্রযোজনায় এ অনুষ্ঠানটি মাইটিভিতে বুধবার রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে।