টাইফুন হাগুপিট আঘাত হানল ফিলিপাইনে
প্রকাশিত হয়েছে : ৫:৫৮:২৮,অপরাহ্ন ০৭ ডিসেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক :: শনিবার রাতে পূর্ব ফিলিপাইনের দোলোরেস শহরে টাইফুন হাগুপিট আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা।
এতে বৈদ্যুতিক তার ও গাছপালার ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।
এর আগে আবহাওয়া অফিসে সংকেত অনুযায়ী লাখ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়।
ঘোষণায় জানানো হয়, হাগুপিট সামারা দ্বীপে ঘণ্টায় ১১৫ মাইল গতিবেগে প্রথম আঘাত হানবে।
গত বছর সুপার টাইফুনের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার আগেই আরো বেশি তাণ্ডবলীলার আশংকা নিয়ে হাজির হয়েছে টাইফুন হাগুপিট।