টাইগারদের ৬৮ রানের জয়
প্রকাশিত হয়েছে : ২:৩১:০১,অপরাহ্ন ২৩ নভেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮৩ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। ফলে ৬৮ রানের জয় পেয়েছে টাইগাররা।
এর আগে জিম্বাবুয়েকে ২৫২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান তোলে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান আসে এনামুল হক বিজয়ের ব্যাট থেকে। এছাড়া তামিম ইকবাল ৭৬ ও মুমিনুল হকের ব্যাট থেকে আসে ৩৩ রান।
রোববার বেলা ১২.৩০ মিনিটে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয় পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে। মূল একাদশ অপরিবর্তিত রেখেই খেলতে নামে উভয় দল।
ব্যাটিং করতে নেমে তামিম ইকবাল ও এনামুল হক বিজয়ের অসাধারণ এক জুটিতে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। ওপেনিং জুটিতে আসে রেকর্ড ১৫৮ রান। প্রথম উইকেট জুটিতে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এর আগে ১৯৯৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে শাহরিয়ার হোসেন বিদ্যুত ও মেহরাব হোসেন অপি জুটি প্রথম উইকেটে ১৭০ রান করেছিলেন।
এ দিন ১৫৮ রানের জুটি পেলেও মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। ৭৬ রান করে তামিম সাজঘরে ফেরার পর ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে সাকিব আল হাসানকে তিন নম্বরে নামানো হয়। কিন্তু সাকিব এসে প্রথম বলেই সিবান্দার বলে বোল্ড হয়ে কোনো রান না করেই সাজঘরে ফেরেণ। এর পর সাব্বির রহমান ফিরে গেলে চাপে পড়ে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশ শেষ পর্যন্ত ২৫০ রান গড়তে অন্যতম ভূমিকা রাখেন মুমিনুল হক। ২৩ বলে ৩৩ রান করে অপরাজিত থেকে বাংলাদেশকে চ্যালেঞ্জিং স্কোর গড়তে সহায়তা করেন এই তরুণ।
জিম্বাবুয়ে বোলারদের মধ্যে পানিয়াঙ্গারা ও কামুনঙ্গি ২টি করে উইকেট নেন।
২৫২ রানের জয়ের লক্ষ্যে কিছুক্ষন পরই ব্যাটিংয়ে নামবে জিম্বাবুয়ে।
উল্লেখ্য, প্রথম ম্যাচ জিতে পাঁচ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে আছে মাশরাফির বাংলাদেশ।