টাইগারদের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ১:০০:১৮,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক::
বাংলাদেশ দলের প্রথম জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিশ্বকাপের ১১তম আসরে বুধবার আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দলের ১০৫ রানের জয়ের পর পৃথকভাবে এ অভিনন্দন জানান তারা। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন অভিনন্দনবার্তায় বাংলাদেশ দলের খেলোয়াড়, ম্যানেজার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের বিশেষভাবে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী আশা করেন, বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল জয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে। সব বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেটের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
অপরদিকে, বিএনপি চেয়ারপারসন আশা করেন, নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণের মাধ্যমে টাইগাররা ভবিষ্যতে এ ধরণের গৌরব ও সফলতা অর্জনে সবসময় সক্ষম হবে। বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল জয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে। সব বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাবে। অভিনন্দন বার্তার আগে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া ইউং কর্মকর্মতা শামসুদ্দিন দিদার মোবাইলফোনে জানান বেগম খালেদা জিয়া বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় আফগানিস্তানের। এরপর ২১, ২৬ ফেব্রুয়ারি এবং ৫, ৯, ১০ মার্চ আরও পাঁচটি ম্যাচ রয়েছে টাইগারদের।