ঝিনাইদহ ছাত্রলীগের কমিটি ঘোষণা
প্রকাশিত হয়েছে : ৩:৫৪:১৯,অপরাহ্ন ০৪ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
জেলা ছাত্রলীগের কমিটির ঘোষণা করা হয়েছে। বুধবার মধ্যরাতে শাকিল আহমেদকে সভাপতি ও রানা হামিদকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয় কেন্দ্র থেকে।
ঘোষিত কমিটির অন্য পদধারীরা হলেন- সহ-সভাপতি আশরাফুজ্জামান সুমন, মামুন হোসেন, রবিউল ইসলাম রবি, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন আহমেদ, মানিক অধিকারী, সাংগঠনিক সম্পাদক রেজোয়ানুল হক রিপন, ইমরান আলী ও মেহেদী হাসান সোহেল। এছাড়া এই শাখা থেকে পূর্বের কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা মিথুনকে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক করা হয়েছে।
ঝিনাইদহ জেলা ছাত্রলীগের পূর্বের কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা মিথুন কমিটি ঘোষণা করার কথা স্বীকার করে বাংলামেইলকে বলেন, ‘বুধবার রাত ১টার দিকে কমিটি ঘোষণার কথা আমরা জানতে পেরেছি।’
মঙ্গলবার দিনব্যাপী ঝিনাইদহ কেসি কলেজ চত্বরে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সম্মেলন ২০১৪ অনুষ্ঠিত হয়। কিন্তু সেখানে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে কোনো কমিটি ঘোষণা করা হয়নি।
রাতে ঝিনাইদহ সার্কিট হাউজে কেন্দ্রীয় নেতারা সমঝোতার ভিত্তিতে কমিটি করতে ব্যর্থ হয়ে ঢাকায় ফিরে যান। একদিন পর বুধবার রাত ১টার দিকে কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হয়।