ঝিনাইদহে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী পালাতক
প্রকাশিত হয়েছে : ৯:০৭:৫৬,অপরাহ্ন ০৯ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক:
ঝিনাইদহের মহেশপুরে শুক্রবার সকালে সুফিয়া বেগম (৩৭) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী রাজু। স্ত্রী হত্যা করার পর পালিয়েছে রাজু।
স্থানীয়রা জানান, সম্প্রতি সুফিয়ার সাথে রাজুর বিবাহ হয়েছে। যৌতুকের জন্য রাজু সুফিয়াকে অত্যাচার করতো। বৃহস্পতিবার তার পিতার নিকট থেকে যৌতুকের টাকা নিয়ে আসতে বলে। সুফিয়া এ প্রস্তাবে রাজী না হওয়ায় শুক্রবার সকালে রাজু ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার করে সুফিয়াকে। এরপরপরই সুফিয়ার মৃত্যু হয়।
মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, পুলিশ খবর পেয়ে সকালে লাশটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতলে পাঠিয়েছে। এ ব্যাপারে কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।