ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এক কৃষকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১০:৪৭:১৮,অপরাহ্ন ২৮ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার খলিশাকুন্ডু গ্রাম থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পান বরজ থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত কৃষকের নাম আব্দুস সাত্তার (৪৫)। সে উপজেলার খলিশাকুন্ডু গ্রামের মৃত আদালত হোসেনের ছেলে। হরিণাকুন্ডু থানার অফিসার-ইন-চার্জ এরশাদুল কবির চৌধুরী জানান, শনিবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে নিহত সাত্তার বাড়ীর পার্শ্ববর্তী বদর উদ্দিনের ছেলে রনকের বাড়ির জানালায় অসৎ উদ্দেশ্যে উকি দিলে তাদের মধ্যে কথাকাটাকাটির সৃষ্টি হয়। এক পর্যায়ে আব্দুস সাত্তার দৌড়ে পালিয়ে যায়।
আজ রবিবার ভোরে বাড়ি থেকে ১কিঃমিঃ দূরে পান বরজের ভিতরে নিহতের নিজের গলার মাফলার পেচানো অবস্থায় তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসি। তারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের গলায় ফাঁস দেওয়া ছাড়াও তার দেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহৃ রয়েছে।
এদিকে এ হত্যাকান্ড সম্পর্কে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির স্বভাব চরিত্র ভাল ছিল না। ঘটনার দিন বাড়ির পাশে রনকের ঘরের জানালায় উকি দেওয়ায় তাকে তাড়াকরে বরজের মধ্যে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ও এলাকাবাসী ধারণা করছে। এ ঘটনায় হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর মর্গে প্রেরণ করেছে।