ঝিনাইদহের কোটচাঁদপুরে শিক্ষককে কুপিয়ে ও গুলি করে হত্যা
প্রকাশিত হয়েছে : ৭:৫৯:৪১,অপরাহ্ন ২৯ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
ঝিনাইদহের কোটচাঁদপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব আলীকে (৫০) গুলি ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রবিবার রাত ৮টার দিকে উপজেলার শেরখালী বাজারের এ হত্যাকাণ্ডটি ঘটে। নিহতের বাড়ি উপজেলার কুষনা গ্রামে। সে বহরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ছিল।
কোটচাঁদপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহীন জানান, রাত ৮টার দিকে শেরখালী বাজারের একটি চায়ের দোকানে বসেছিল। হঠাৎ একদল সন্ত্রাসী প্রথমে তাকে গুলি করে ও পরে কুপিয়ে রেখে পালিয়ে যায়। ঘটনাস্থলেই জনাব আলীর মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটিকে উদ্ধার করে। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
তবে স্থানীয়রা জানিয়েছে নিহত জনাব আলীর ছেলে আব্দুল হান্নান কুষনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিল। আওয়ামী লীগের স্থানীয় কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে জনাব আলী খুন হতে পারে জানিয়েছে তারা।