ঝালকাঠি দু’গ্রুপের সংঘর্ষে নারী কাউন্সিলরসহ আহত ১০
প্রকাশিত হয়েছে : ১০:০৯:৪৬,অপরাহ্ন ০৭ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: ঝালকাঠি পৌর মেয়র আফজাল হোসেন রানা গ্রুপ ও বিদ্রোহী ১০ কাউন্সিলর গ্রুপের মধ্যে আজ বুধবার বেলা ১১ টা থেকে ঝালকাঠি পৌরসভার সামনে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে রিজিয়া বেগম নামে এক নারী কাউন্সিলরসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরেই মেয়র ও ১০ কাউন্সিলরের মধ্যে বিভিন্ন বিষয়ে বিরোধ চলছে। বুধবার সকালে পৌর মেয়র কাউন্সিলরদেরকে নিয়ে সভা ডাকেন। ১০ কাউন্সিলর ও মেয়র সভায় অংশ নিতে সকালে পৌর ভবনে আসেন।
এসময় উভয়পক্ষের সমর্থকরা সেখানে অবস্থান নেন। একপর্যায়ে উভয়পক্ষ উত্তেজিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে জরিনা নামে এক কাউন্সিলর আহত হন। অপর আহতদের নাম জানা জায়নি। এ সম্পর্কে ঝালকাঠি পৌরসভার মেয়র আফজাল হোসেন সাংবাদিকদের বলেন, বিভিন্ন অন্যায় আবদার পূরণ করতে না পারায় ১০ কাউন্সিলরের সঙ্গে আমার বিরোধ চলছে। সকালে ওই কাউন্সিলরদের সমর্থকরা আমার লোকজনের ওপর হামলা চালান। এতে ১০ জন আহত হয়েছেন।
বিদ্রোহী প্যানেল মেয়র-২ রেজাউল করিম জাকির বলেন, পৌর মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে আফজাল হোসেন বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। কোনো বিষয়েই তাদের ডাকেন না মেয়র। হামলা সম্পর্কে জাকির বলেন, পৌরসভার সুবিধা বঞ্চিতরা মিটিংয়ের সময় বাইরে অবস্থান নেন। তারা আমাদের গ্রুপের কেউ নন।
প্রশাসন আবারো সংঘর্ষের আশংকা করছেন। একারনে ঘটনাস্থলে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব মোতায়েন করা হয়েছে।