জয়পুরহাটে বাস ও ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
প্রকাশিত হয়েছে : ৯:২৫:২৭,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
জয়পুরহাট শহরের রামদেও বাজলা উচ্চ বিদ্যালয়ের সামনে শ্যামলী পরিবহনের একটি বাসে এবং জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ সরকার জানায়, গতকাল শনিবার সাড়ে ৮টার দিকে শহরের রামদেও বাজলা উচ্চ বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা শ্যামলী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এদিকে রাত ৯টার জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে একটি লোহার রড বোঝায় ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। উভয় ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।