জয়কে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ
প্রকাশিত হয়েছে : ৫:৫৯:৩৬,অপরাহ্ন ২০ নভেম্বর ২০১৪
ঢাকা: সজীব ওয়াজেদ জয়কে তথ্য ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা এবং ইকবাল সোবহান চৌধুরীকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা নিয়োগ দেয়া হয়েছে। এ নিয়োগ খণ্ডকালীন ও অবৈতনিক।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ সংক্রান্ত আদেশ বৃহস্পতিবার সন্ধ্যায় তথ্য অধিদপ্তর (পিআইডি) থেকে গণমাধ্যমে পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ড. দেওয়ার মুহাম্মদ হুমায়ূন কবীর স্বাক্ষরিত ১৭ নভেম্বরের ওই প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩(বি)(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে ইকবাল সোবহান চৌধুরী ও সজীব আহমেদ ওয়াজেদকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ প্রদান করেছেন।
তথ্য উপদেষ্টা হিসেবে ইকবাল সোবহান প্রয়োজনীয় জনবলসহ অফিস, সরকারি যানবাহন এবং দায়িত্ব পালনকালে মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের সঙ্গে আসন গ্রহণ করবেন।