জ্যাকসনের ছেলের সঙ্গে বিবার
প্রকাশিত হয়েছে : ৫:৪০:৪৫,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক:: পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বড় ছেলে মাইকেল জোসেফ জ্যাকসনের সঙ্গে গান শুরু করছেন আরেক পপ তারকা জাস্টিন বিবার। নিউইয়র্কের এক প্রতিবেদনে বলা হয়েছে, তাদের এই প্রকল্পের জন্য সাহায্য করছেন মুষ্টিযোদ্ধা ফ্লয়েড মেওয়েদার জুনিয়র। জ্যাকসন পরিবারের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, ১৭ বছরের জোসেফ জ্যাকসন ও ২০ বছর বয়সী জাস্টিন বিবার দু’জনই খুব ঘনিষ্ঠ বন্ধু। তাই এটা তাদের কাজের জন্য খুবই সহায়ক হবে। এদিকে জোসেফ ও বিবার ক্যালিফোর্নিয়ার ক্যালাবাসাসে একসঙ্গে থাকেন। ওখানে তাদের একসঙ্গে বহুবার দেখা গেছে।