‘জ্বলন্ত শিশুর আর্তনাদ আর শুনতে চাই না’
প্রকাশিত হয়েছে : ১১:০১:২০,অপরাহ্ন ০৭ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
গাড়িতে পুড়ে মরতে চাই না। জীবনের নিরাপত্তা চাই। জ্বলন্ত শিশুর আর্তনাদ আর শুনতে চাই না। শনিবার দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সামনে দেশব্যাপী নৈরাজ্য, বোমাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে মানবন্ধনে এসব কথা বলেন বক্তারা। মানবন্ধনে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারিরা অংশ নেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল বলেন, হাসপাতালে রোগী কমাতে চাই, বাড়াতে চাই না। নিষ্পাপ শিশুদেরতো কোন অপরাধ নেই। তাদেরকে কেন পেট্রলবোমায় পুড়িয়ে মারা হচ্ছে। শিশুদের আর্তনাদ আর শুনতে চাই না। তাদের কান্না থামাতে আমরা রাজপথে নেমেছি।
তিনি বলেন, আমরা নিরাপদে হাসপাতালে যেতে চাই। রোগীরা যাতে চিকিৎসা নিয়ে নিরাপদে বাসায় ফিরতে পারে সে নিরাপত্তা চাই। পথে পেট্রলবোমায় দগ্ধ হয়ে মরতে চাই না। আমাদের শিশুদের জীবনের নিরাপত্ত চাই। তারা যেন নিরাপদে বিদ্যালয়ে যেতে পারে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আবাসিক মেডিক্যাল অফিসার নুরুল ইসলাম, ডা. মতিয়ার রহমান, ডা. সাইফুল্লাহ খান, ডা. হাবিবুর রহমান, ডা. সলীল বড়ুয়া ও ডা. সুমনা চৌধুরী।