জৈন্তাপুরে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১১:৫৯:১৩,অপরাহ্ন ২৮ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: জৈন্তাপুরে উপজেলায় এক কিশোরের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম লিটন মিয়া (১৪)। সে উপজেলার আসামপাড়া গুচ্ছগ্রামের হাবিল মিয়ার ছেলে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার শ্রীপুর চা বাগানের পূর্ব পাশে একটি গাছে লিটন মিয়ার লাশ ঝুলে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছে।