জুড়ীতে বাস চাপায় মহিলার মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৩:৫০:২৯,অপরাহ্ন ১৩ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভবানীগঞ্জ বাজার লাইটেস ষ্ট্যান্ড সংলগ্ন ব্রিজের সামনে বাস চাপায় এক মহিলার মৃত্যু হয়। ১৩ নভেম্বর বৃহস্পতিবার বেলা ২ টা ৩০ মিনিটের সময় ভবানীগঞ্জ বাজার লাইটেস ষ্ট্যান্ড এলাকার ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা যায়, হরিরাপুর গ্রামের দিলিপ দে এর বাস গাড়ী নং (মৌলভীবাজার-জ- ১১-০২৪৪) নিয়ন্ত্রণ হারিয়ে এক মহিলাকে চাপা দিয়ে রাস্তার নিচে পড়ে যায়। এসময় পাশে থাকা একটি লাইটেস ও একটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্থ হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, মহিলার সঙ্গে থাকা স্বামী ও ছেলে অল্পের জন্য বেঁচে যায়। মৃত মহিলা জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের জাঙ্গালিয়া সমাই গ্রামের সিরাই মেম্বারের বোন ও ফিরোজ আলীর স্ত্রী করফুল বেগম কবুলাই (৩৭)।