জুড়ীতে দু’টি বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড : ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
প্রকাশিত হয়েছে : ১০:৩৬:২৯,অপরাহ্ন ২৮ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের উত্তর ভবানীপুর মোকামটিলার ইটখলা গ্রামে দুইটি বাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মঙ্গলবার ৫ টার দিকে ইটখলা গ্রামের ডাইভার তছলিম মিয়ার বাড়ীতে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মূহুর্তেই পুরো বাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে।
এ সময় তছলিম মিয়ার পাশের বাড়ীর আব্দুল গফুরের একটি ঘরে আগুন লাগে। স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে তছলিম মিয়া বাড়ী সম্পূর্ণরূপে ও আব্দুল গফুরের বাড়ী আংশিক পুড়ে ছাই হয়ে যায়। এসময় খবর পেয়ে জুড়ী থানার অফির্সার ইনচার্জ মোঃ হামিদুর রহমান সিদ্দিকী ঘটনাস্থলে পৌঁছে কুলাউড়া ও বড়লেখার ফায়ার সার্ভিসকে খবর দিলে কুলাউড়া ফায়ার সার্ভিস ও বড়লেখা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিস পৌঁছতে সময় লাগায় স্থানীয় লোকজনে প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। স্থানীয়রা জানান, অগ্নিকান্ডে আসবাবপত্র, ধান, নগদ টাকা, মূল্যবান কাগজপত্রসহ দুইটি বাড়ীর ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মইন উদ্দিন মইজন, ইউপি সদস্য বিশ্বজিত দত্ত, ভবানীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি আয়াজ উদ্দিন আহমদ সহ অসংখ্য লোক দেখতে যান।