জুড়ীতে চা শ্রমিকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৯:২৯:২৬,অপরাহ্ন ১৬ ডিসেম্বর ২০১৪
মৌলভীবাজার অফিস: মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল চা বাগান থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম চন্দ্র সবর (৩০)।
মঙ্গলবার বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করা হয়।
চন্দ্র সবর সাগরনাল ইউনিয়নের সাগরনাল চা বাগানের চা শ্রমিক শ্রীবাস সবরের ছেলে।
সাগরনাল ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী জানান, সকালে স্থানীয় চা শ্রমিকরা চা বাগানের রাজবাড়ী লাইনের পাশে একটি সেগুন গাছে চন্দ্র সবরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে।
লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।