জুবায়েরকে দলে দেখতে চেয়েছিলেন হাতুরুসিংহে
প্রকাশিত হয়েছে : ১২:২০:০৫,অপরাহ্ন ০৭ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বিশ্বকাপ দল ঘোষণা হয়েছে ৪ জানুয়ারি। ১৫ সদস্যের দল দেখে এক কথায় সবাই-ই সন্তুষ্টি প্রকাশ করেছেন। বাদ গেলেন না জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। তবে সন্তুষ্টির সঙ্গে হতাশার সুরও ছিল তার কণ্ঠে। নির্বাচকরা দলে জায়গা দিতে পারেননি তার পছন্দের লেগ স্পিনার জুবায়ের হোসেনকে। বুধবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জুবায়ের দলে যুক্ত না হওয়ায় নিজের হতাশার কথা প্রকাশ করেছেন তিনি।
‘‘জুবায়ের আমাদের জন্য অ্যাটাকিং অপশন হতে পারতো। দলে সাকিবের সঙ্গে দু’জন স্পিনার খেলানো কঠিন। যে দু’জন কে দলে নেওয়া হয়েছে তারা অসাধারণ খেলোয়াড়। কিন্তু একটা ভিন্ন অপশন পেলে ভাল হত। সঙ্গে দল, দলের ইনজুরিসহ আরো নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।’’
জুবায়ের হোসেনে দলে থাকলে কিভাবে অস্ট্রেলিয়ার মাটিতে কার্যকরী হতেন সেটাও বুঝিয়ে দিয়েছেন প্রধান কোচ।
‘‘জুবায়ের হোসেন আমার পছন্দের তালিকায় ছিল। আমি তাকে দলে নিতে চেয়েছিলাম। কারণ অস্ট্রেলিয়ায় লেগ স্পিন কার্যকরী ভূমিকা পালন করে। আমি আমার অভিজ্ঞতা থেকে মতটা দিয়েছি। কারণ প্রতিটি প্রাদেশিক দলগুলো একজন লেগ স্পিনারের খোঁজে থাকে। লেগ স্পিনাররা দ্রুত উইকেট তুলে নিতে সক্ষম।‘’
জুবায়ের হোসেনের অপশনটা ছাড়া বাকি স্কোয়াড নিয়ে সন্তুষ্ট হাতুরুসিংহে।
‘‘যেই দল পেয়েছি তাতে আমি সন্তুষ্ট। পছন্দের ১২-১৩ খেলোয়াড় দলে থাকলে ম্যাচ পরিকল্পনা সহজেই করা যায়।’’
বাংলাদেশের বিশ্বকাপ দলে তেমন কোনো চমক ছিলো না। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ১টি ওয়ানডে ম্যাচ খেলে দলে জায়গা পান সৌম্য সরকার।
‘‘সৌম্য সরকার নিয়মিত রান পাচ্ছেন। যতুটুকু রিপোর্ট পেয়েছি সৌম্য ১-৭ নাম্বার পর্যন্ত যেকোন পজিশনে ব্যাটিং করতে পারে। এ ছাড়া পেস বোলিংও করে। তবে প্রথমে তার ব্যাটিং। আর বোলিংয়ে ভাল করলে তা দলের জন্য বোনাস। তাকে দিয়ে ১০ ওভার প্রত্যাশা করা কঠিন। যদি বোলিংয়ে ভাল করতে পারে তখন চিন্তা করা যেতে পারে।’’
আগামি সপ্তাহেই পুরো স্কোয়াড নিয়ে অনুশীলনে নামবেন কোচ হাতুরুসিংহে।
‘‘২ সপ্তাহ আমরা এখানে অনুশীলনের পর ব্রিসবেনে ১২-১৪ দিন অনুশীলনের সময় পাব। ব্রিসবেনের দিনগুলোকে আমাদের ঠিকমত কাজে লাগাতে হবে।’’
অস্ট্রেলিয়ার কন্ডিশন নিয়ে কিছুটা চিন্তিত হাতুরুসিংহে।
‘‘অস্ট্রেলিয়ার কন্ডিশন নিয়ে আমরা চিন্তিত। কারণ অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা খুবই কম। আইসিসি কি করছে তা বলা মুশফিল। তবে আমি বলতে পারি কোচ, বোর্ড ও কিউরেটরা স্পোর্টিং উইকেটের প্রত্যাশা করবে।’’