জুতা পায়ে শহীদ বেদীতে ওসি!
প্রকাশিত হয়েছে : ৯:৪৪:৪৭,অপরাহ্ন ১৬ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: নোয়াখালীর সুবর্ণচরে মহান বিজয় দিবসে চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম এনামুল কবির দিবসের প্রথম প্রহরে জুতা পায়ে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন করেছেন।
বিজয় দিবসের কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথমে রাত ১২.১ মিনিটে দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে মহান বিজয় দিবসে ৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরন করা হয়। তোপধ্বনীর পর পর পুষ্পস্তবক অর্পণ শুরু করে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা, সুবর্ণচর উপজেলা প্রেসক্লাব, বেসরকারী সংস্থা, এনজি ও সহ অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান।
মহান বিজয় দিবসে বিভিন্ন প্রতিষ্ঠান শ্রদ্ধার সাথে শহীদদের মাল্য দান করলেও থানা প্রশাসন এর মাল্য দানের সময় হতবাক সবাই। এসময় শহীদ বেদিতে পুলিশের কর্মকর্তাদের জুতাসহ উঠে ফুল দিতে দেখা যায়। হাজারো মানুষের সামনে চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম এনামুল কবির তার অফিসারদের সঙ্গে নিয়ে জুতা না খুলেই শহীদ বেদীতে পুষ্প মাল্য দেয়।
যাঁদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি তাদের এভাবে অসম্মান দেখানো জাতির জন্য লজ্জাষ্কর।
শহীদ বেদীতে ওসির জুতা পায়ে মাল্য দানের বিষয়ে নোয়াখালী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোজাম্মেল হক মিলন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের ঘটনা শহীদের প্রতি অবমাননা-অশ্রদ্ধা, যা আমাদের মহান মুক্তিযুদ্ধকে অসম্মান করার সামিল।
তিনি বলেন, এ ঘটনার জন্য আমি নোয়াখালী তথা দেশের সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই।