জিয়ার মাজারে প্রবেশে পুলিশি বাধা
প্রকাশিত হয়েছে : ৫:৫২:২০,অপরাহ্ন ১৯ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডিন্ট জিয়াউর রহমানের মাজারে প্রবেশে পুলিশের পক্ষ থেকে মহিলা দলের নেন্ত্রী ছাড়া কাউকে মাজারে ঢুকতে দেয়া হচ্ছে না।
সোমবার সকাল থেকেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জিয়ার মাজারে নেতাকর্মীদের প্রবেশ করতে দিচ্ছে না। জানা গেছে, শীতকালীন সংসদ অধিবেশন চলাকালীন অত্র এলাকায় সভা সমাবেশ, মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
জিয়াউর রহমানে ৭৯তম জন্মদিন উপলক্ষে নেতৃবৃন্দ মাজারে শ্রদ্ধা জানাতে আসবেন। মিডিয়াকর্মীরা নিউজ সংগ্রহ করার জন্য মাজারের ভিতরে প্রবেশ করতে চাইলে তাদেরকেও প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
এ বিষয়ে ডিসি বিপ্লবকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান, খালেদা জিয়া বা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আসলে আমরা ভেবে দেখব।