জিয়ার মাজারের পাশ থেকে সন্দেহভাজন দুজনকে গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৭:৩৩:১০,অপরাহ্ন ১৯ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: সোমবার দুপুরে জিয়ার মাজারের পাশ থেকে নাসির ও নীরব নামে সন্দেহভাজন দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।দুপুর ১২টা ৫০ মিনিটে বিজয় স্মরণী ও জিয়ার মাজারের মধ্যবর্তীস্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।তাদের আটকের বিষয়ে ডিসি বিপ্লব জানা, আমরা সন্দেহভাজন হিসেবে তাদের গ্রেফতার করেছি। জিজ্ঞাসাবাদে যদি দোষী প্রমাণিত না হয় তাহলে তাদের ছেড়ে দেয়া হবে। অন্যথায় দোষী হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।