জিহাদের মরদেহ শরীয়তপুরের পথে
প্রকাশিত হয়েছে : ১১:৩৪:৩১,অপরাহ্ন ২৮ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে জিহাদের মরদেহ আজ রোববার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহ নিতে সকালে হাসপাতালে আসেন জিহাদের বাবা নাসির ফকির, মা খাদিজা আক্তার ও মামা মনির হোসেন। এরপর জিহাদের মরদেহ নিয়ে শরীয়তপুরের পথে রওয়ানা দিয়েছেন মামা মনির হোসেন।
জিহাদের মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে শরীয়তপুরের গোসাইরহাই উপজেলায় তাদের গ্রামের বাড়িতে।
জানা যায়, সময়ের স্বল্পতার কারণে মরদেহ শাহাজানপুর নেওয়া হচ্ছে না। জিহাদের বাবা-মা আগেই তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার গোঁসাইয়ের হাট থানার নাগরপাড়া গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।
শনিবার বেলা ৩টার দিকে দীর্ঘ প্রায় ২৪ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানের পর জিহাদেকে উদ্ধার করা হয়।