জিম্বাবুয়ের সামনে ২৫২ রানের টার্গেট
প্রকাশিত হয়েছে : ১০:০৭:৪৮,অপরাহ্ন ২৩ নভেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ২৫১ রানে নিজেদের ইনিংস শেষ করেছে স্বাগতিকরা।
রাতে কুয়াশার কারণে মাঠে অতিরিক্ত শিশির পরায় সিরিজের বাকী ওয়ানডে ম্যাচগুলোর সময় এক ঘন্টা এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরের ম্যাচগুলোও দুপুর ১.৩০ মিনিটের জায়গায় ১২.৩০ মিনিটে শুরু হবে।
উল্লেখ্য, পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮৭ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মাশরাফি মুর্তজা, আরাফাত সানি, আল আমিন হোসেন, রুবেল হোসেন।
জিম্বাবুয়ে একাদশ:
সিকান্দার রাজা, ভুসি সিবান্দা, ব্রেন্ডন টেলর, হ্যামিল্টন মাসাকাদজা, এল্টন চিগুম্বুরা, সলোমান মায়ার, রেজিস চাকাভা, তিনাশে পানিয়াঙ্গারা, জন নিয়ুম্বু, টেন্ডাই চাতারা, তাফাদজাওয়া কামুনগোজি।