জিম্বাবুয়েকে ২৯৮ রানের টার্গেট দিলো বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ১০:৪৬:১৪,অপরাহ্ন ২৬ নভেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক::
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় সফরকারী জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশ ২৯৭ রান সংগ্রহ করেছে। আনামুল হক তুলে নিয়েছেন ক্যারিয়ারের তৃতীয় ও জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় অর্ধশতক। তামিম ইকবাল আউট হয়েছেন ব্যক্তিগত ৪০ রানে।
এরপর মমিনুল হক নামলেও তিনিও ব্যক্তিগত ১৫ রানে মাসাকাদজার বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান। আনামুল হক আউট হন ৯৫ রানে।
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের এ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে মাশরাফি বাহিনী। সেক্ষেত্রে আজ তৃতীয় ওয়ানডেতে জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে বাংলাদেশের।
বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, আনামুল হক বিজয়, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, সাব্বির রহমান, আরাফাত সানি ও শফিউল ইসলাম ।
জিম্বাবুয়ে স্কোয়াড: এলটন চিগম্বুরা, রেজিস চাকাভা, টি কামুনগোজি, হ্যামিল্টন মাসাকাদজা, এন মুসায়াঙ্গে, আর মুতাম্বামি, জন নিয়াম্বু, তিনাশে পানিয়াঙ্গারা, ভুসি সিবান্দা, মাডজিভা, টিমিসেন মারুমা ও ব্রেন্ডন টেইলর।