জিম্বাবুয়েকে ২০ রানে হারাল পাকিস্তান
প্রকাশিত হয়েছে : ১২:৫৯:৫৫,অপরাহ্ন ০১ মার্চ ২০১৫
স্পোর্টস ডেস্ক::
জিম্বাবুয়েকে ২০ রানে হারিয়েছে পাকিস্তান। এর আগে নির্ধারিত ৫০ ওভার শেষে সাত উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে পাকিস্তান। অর্ধশত করেন পাক অধিনায়ক মিসবাহ-উল-হক (৭৭) ও ওহাব রিয়াজ (৫৪) ।
অপরদিকে জিম্বাবুয়ে দল ব্যাটিং করতে নেমে মাসাকাদজা ২৯ এবং টেইলর ৫০ রান করে বিদায় নিলে আবারও চাপে পড়ে যায় জিম্বাবুয়ে । কিন্তু ২২তম ওভারে মোহাম্মদ ইরফানের দ্বিতীয় শিকারে পরিণত হন মাসাকাদজা । ইরফানকে তুলে মারতে গিয়ে মিসবাহ-উল হকের কাছে ধরা পড়েন এই ডানহাতি ব্যাটসম্যান। এরপর একের পর এক উইকেট খোয়াতে থাকে জিম্বাবুয়ে । তারপর শন উইলিয়াম ৩৩ এবং সলোমন মায়ার ৮ রান করে বিদায় নিলে জয়ের আশার মধ্যে আতঙ্কে পড়তে হয় জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের ।
অবশেষে জিম্বাবুয়ের স্কোর দাঁড়ায় ১০ উইকেট ২১৫ রানে ।
অন্যদিকে, শুরুতেই উইকেট হারায় পাকিস্তান। প্রথম ১.৬ ওভারে নাসির জামশেদকে আউট করেন টেন্ডাই চাতারা । দলীয় সংগ্রহ তখন মাত্র এক রান ।
পাকিস্তান ২০ রানে জয়ী
স্কোরঃ
পাকিস্তান: ২৩৫/৭, ওভার: ৫০ মিসবাহ-উল-হক ৭৩ (১২১),হারিস সোহেল ২৭ (৪৪)।
জিম্বাবুয়ে: ২১৫/১০, ওভার: ৪৯.৪ ব্রেন্ডন টেইলর ৫০(৭২)।