জিম্বাবুয়েকে বাংলাওয়াশ
প্রকাশিত হয়েছে : ৯:২০:১৮,অপরাহ্ন ১৬ নভেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক::
জিম্বাবুয়েকে ধবল ধোলাই করেছে বাংলাদেশ। রবিবার চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিনে জিম্বাবুয়েকে দ্বিতীয় ইনিংসে মাত্র ২৬২ রানেই অলআউট করে দেয় টাইগাররা। এর ফলে ১৮৬ রানের বড় জয় পেল মুশফিকুর রহিমের দল।
টেস্টের শেষ দিনের পথচলা মোটেই সুখকর হয়নি জিম্বাবুয়ের। পার্টটাইম বোলার শুভাগত হোমের শিকার হয়ে সাজঘরে ফেরেন হ্যামিলটন মাসাকাদজা। বিদায়ের আগে ৯১ বলে ৩৮ রানের মূল্যবান ইনিংস খেলেন তিনি।
মাসাকাদজার পর বিদায় নিলেন সিকান্দার রাজাও। শুভাগত হোমের বলে তাইজুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ বেছে নেন রাজা। তার আগে ৭৫ বলে ৯ চার ও ২টি ছক্কায় ৬৫ রান করেন তিনি।
শুভাগত হোমের পর উইকেটের দেখা পেলেন জুবায়ের হোসেন লিখনও। জিম্বাবুয়ের ১৬৫ রানের মাথায় অধিনায়ক ব্রেন্ডন টেলরকে সাজঘরে ফেরত পাঠান তিনি। এবার এলটন চিগুম্বুরাকেও ফেরালেন জুবায়ের। ইমরুল কায়েসের হাতে তালুবন্দী হওয়ার আগে ৫ রান করেন চিগুম্বুরা।
এর আগে ৪৪৯ রানের প্রায় অসম্ভব টার্গেট তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে জিম্বাবুয়ে ১ উইকেট হারিয়ে ৭১ রান সংগ্রহ করে। সিকান্দার রাজা ৪৩ ও মাসাকাদজা ২৬ রানে অপরাজিত ছিলেন।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ৫০৩ রান সংগ্রহ করে। জবাবে জিম্বাবুয়ে ৩৭৪ রানে আটকে যায়। ১২৯ রানের লিড নিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংস শুরু করে। ৫ উইকেটে ৩১৯ রান তুলে ইনিংস ঘোষণা করেন মুশফিক।
উল্লেখ্য, প্রথম দুই টেস্ট জিতে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। এই টেস্ট জিতলে ঘরের মাঠে প্রথমবারের মতো কোন দলকে হোয়াইট ওয়াশ করবে বাংলাদেশ।