জিন্দাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভিক্ষুকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১২:৩১:২১,অপরাহ্ন ১১ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেট নগরীর জিন্দাবাজারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার বেলা ২টার সময় লতিফ সেন্টারের পাশের ফুটপাতে এ দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎতাড়িত হওয়া বৃদ্ধ ভিক্ষুক বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে তার নাম জানা যায় নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত রাতের ঝড়ে বিদ্যুতের একটি তার ছিঁড়ে খাম্বার সাথে জড়িয়ে যায়। এতে খাম্বাটি বিদ্যুৎতাড়িত হয়ে পড়ে। বৃহস্পতিবার বেলা ২টার দিকে একপা হারানো এক বৃদ্ধ ভিক্ষুক রাস্তা থেকে খাম্বাটিতে ধরে ফুটপাতে ওঠার চেষ্টা করেন। এসময় ভিক্ষুকও বিদ্যুৎতাড়িত হয়ে পড়েন।
সাথে সাথে আশপাশের ব্যবসায়ী ও পথচারীরা তাকে উদ্ধার করলেও তাকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে কোতোয়ালী থানার এসআই লতিফুর রহমান এসে ভিক্ষুকের লাশ উদ্ধার করেন।