জাহালম-কাণ্ডের দায় দুদককেই নিতে হবে: হাইকোর্ট
প্রকাশিত হয়েছে : ৪:০৫:১১,অপরাহ্ন ০৬ মার্চ ২০১৯
নিউজ ডেস্ক:: বিনা অপরাধে তিন বছর ধরে জেল খাটা টাঙ্গাইলের জাহালমের বিষয়ে দাখিল করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদন অসম্পূর্ণ বলে মন্তব্য করে হাইকোর্ট বলেছেন, নিরপরাধ জেনেও জাহালমের জামিনের ব্যবস্থা না করার দায় দুদককেই নিতে হবে।
হাইকোর্ট বলেন, ‘দুদক একটি জাতীয় প্রতিষ্ঠান। এর ভাবমূর্তি মানুষের কাছে খারাপ হোক, তা কাম্য নয়।’আজ বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
এ সময় আদালত দুদকের দাখিল করা ২৬ মামলার যাবতীয় নথি তলব করেছেন। আগামী ১০ এপ্রিল দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এসব নথি হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত।এ সময় বিস্তারিত রিপোর্ট কীভাবে গণমাধ্যমের কাছে গেল, সে বিষয়েও প্রশ্ন করেন আদালত। জাহালমের ঘটনায় জড়িত সব ব্যাংককে পক্ষ করার নির্দেশ দেন আদালত। সেইসঙ্গে চ্যানেল টোয়েন্টিফোরকেও পক্ষভুক্ত করা হয়েছে।
আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। আর ভুক্তভোগী জাহালমের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অমিত দাসগুপ্ত।দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান বলেন, এ ঘটনায় দুদক তোপের মুখে। তাই গণমাধ্যমকে কিছু তথ্য দেওয়া হয়েছে।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি জাহালমকে ২৬ মামলায় অব্যাহতি দেন হাইকোর্ট। তবে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া আরো সাত মামলায় অভিযোগপত্র দাখিল না হওয়ায়, ওইসব মামলা থেকে তাঁর অব্যাহতির বিষয়ে কোনো আদেশ দেননি আদালত। ফলে কারামুক্তি পান জাহালম।
গতকাল মঙ্গলবার বিনা অপরাধে তিন বছর ধরে জেল খাটা টাঙ্গাইলের জাহালমের মামলার বিষয়ে আজ আদালতে প্রতিবেদন উপস্থাপন করে দুদক।