জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে’র উদ্যোগে সেন্ট্রাল লন্ডনে সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৯:৩৮:২৪,অপরাহ্ন ১৪ জানুয়ারি ২০১৫
লন্ডন থেকে লিপি হালদার::
যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আন্দোলনরত সংগঠন ও আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের সমর্থনে ও বাংলাদেশের সঠিক ইতিহাস ও উজ্জল ভাবমুর্তি বিশ্ব বিবেকের সামনে তুলে ধরার মানসে ক্যাম্পেইনরত সংগঠন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকে ১৯৯৬ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি সমগ্র বৃটেনব্যাপী সংগঠনের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় কনভেনার সাবেক ছাত্রনেতা ও কমিউনিটি লিডার মকিস মনসুর আহমদের নেতৃত্বে বৃটিশ এমপি এসেম্বলী মেম্বার ইউরোপিয়ান পার্লামেন্ট মেম্বার, মানবাধিকারকর্মী ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের সাথে নিয়ে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলছে।
গত ১২ই জানুয়ারী সোমবার সন্ধ্যা ৭ঘটিকায় সেন্ট্রাল লন্ডনের কমিউনিটি সেন্টারে বৃটেনের বার্মিঙহাম, লন্ডন, ওয়েলস, স্কটল্যান্ড, মিডল্যান্ড, কার্ডিফ, বৃস্টল বাথ, ওয়েস্ট, সোয়ানসী, নিউপোর্ট, ম্যানচেষ্টার, ডরসেট, হলহাম্বার, লুটনসহ বৃটেনের বিভিন্ন শহর থেকে স্ব স্ব ব্যানারসহ আগত জনসমাগমের উপস্থিততে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে’র কেন্দ্রীয় কমিটির উদ্যোগে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও লন্ডন থেকে চৌধুরী মঈনুদ্দিনকে দেশে ফিরিয়ে নেওয়ার দাবীতে এক সমাবেশের আয়োজন করা হয়।
জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে’র কেন্দ্রীয় কনভেনার সাবেক ছাত্রনেতা ও কমিউনিটি লিডার মকিস মনসুর আহমদের সভাপতিতত্বে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে’র ডেপুটি কনভেনার ৭১ এর বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের গৌরব ও গর্বের প্রতীক একুশের গানের রচয়িতা বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধিজীবী লেখক, সাংবাদিক ও কলামিষ্ট আব্দুল গাফ্ফার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেষ্ঠা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীন রাজনীতিবিদ আলহাজ্ব শামসুদ্দিন খান, যুক্তরাজ্য ওয়ার্কার্স পার্টির সেক্রেটারী বিশিষ্ট সাংবাদিক ৭১ এর বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ লেখক ইসহাক কাজল ও যুক্তরাজ্য মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বিশিষ্ট সমাজসেবক ও মুক্তিযোদ্ধা লোকমান হোসাইন।
সমাবেশের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের পর জাতির জনক বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা সহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদান ও মুক্তিযোদ্ধা এবং বীরঙ্গনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে নিরবাত পালনসহ দোয়া করা হয।
বক্তব্য রাখেন শেখ মো: তাহির উল্লাহ, লিয়াকত আলী, নুরুল ইসলাম বেলাল, মোস্তফা কামাল বাবলু, আলহাজ্ব গাবরু মিয়া, আবুল হোসেন ওয়াদুদ, মুজিবুর রহমান জসিম, রহুল আমিন রুহেল, কামাল আহমদ, জামাল আহমদ খান, তামিম আহমদ, নজরুল ইসলাম অকিব, ড্যানিয়াল আহমদ, মাহমুদুর রহমান, সৈয়দ সুরুক আলী, আব্দুল মুহিত আফজল, রাধাকান্ত ধর, রহুল আমিন রুহেল, ফখরুল ইসলাম, মাহমুদুল ইসলাম রুহুল, অজান্ত রায়, স্মৃতি আজাদ, হাফসা ইসলাম, শাহাব উদ্দিন শাবলু, সিতাব আলী, সীতাব আলী, ফয়সল হোসেন সুমন, জুবায়ের আহমদ সেলিম, রাসেল আহমদ জুয়েল, মাহমুদ আলী, শেখ আনোয়ার, আলহাজ্ব আসাদ মিয়া, জহির উদ্দিন আলী, সিতার আহমদ, হিরন মিয়া, কফিল চৌধুরী, খায়রুল আলম লিংকন, জামান আহমদ, দেলওয়ার হোসেন লিটন, আলমগীর আলম, হাবিবুর রহমান মকবুল, আব্দুল ওয়াহিদ বাবুল, সাইফুল ইসলাম মহসীন, আব্দুল বাছিত, ইকবাল হোসেন, জুমা আহমদ লিটু, এম এ রউফ, রুহুল আমিন, সেলিম আহমদ, আনহার মিয়া, সিতাব আলী, ইকবাল আহমদ, শাহীন মিযা, লিলু মিয়া, আবুল কালাম আজাদ, লিপি হালদার, শায়েদ মিয়া, রমিজ উদ্দিন, শাহ আলম, জামাল আহমদ বকুল, মো: আব্দুর রব, আব্দুল মুহিব, সাজ্জাদুর রহমান নিকসন, আমজাদ সানি, আমিনুল ইসলাম কাবিদ, আকতারুজ্জামান খান জাকির, নাজমুল ইসলাম ইমন, সেলিম আহমদ, সেবুল আলী, বদরুল মনসুর, মুহিদ রহমান, রাজিব আহমদ, আজিজুল আম্বিয়া, ফখরুল ইসলাম জুয়েল, হোসাইন জাহাঙ্গীর, সঞ্জয় কুমার দাশ শুভ্র, দেনিয়েল আহমদ, সমজ আহমদ, শেখ ফারুক উদ্দিন আহমদ, ইমদাদুর রহমান বুলবুল, সুফিয়ান ইসলাম, খালেদ আহমদ জয়, আব্দুল আনোয়ার খান, আবু সুফিয়ানসহ জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকে’র নেতৃবৃন্দ ও ওয়েলস, মিডল্যান্ড বার্মিংহাম, ম্যানচেষ্টার, সোয়ানসী, কার্ডিফ, নিউপোর্ট, স্কটল্যান্ড, বৃস্টল বাথ ওয়েস্ট, লুটন, হলহাম্বার, ডরসেট থেকে আগত সংগঠনের বিভিন্ন মাখার নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক বুদ্ধিজীবি, কলামিষ্ট সংগঠনের প্রধান উপদেষ্ঠা আব্দুল গাফ্ফার চৌধুরী জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকে’র কর্মকান্ডের ভুয়শী প্রশংসা করে বলেন সংগঠনের প্রতিষ্ঠাতা কনভেনার মকিস মনসুর আহমদ ১৯৯৬ সাল থেকে সমগ্র বৃটেনজুড়ে যে ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন আমি শুরু থেকেই সমর্থন করে আসছি, যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আরো জুড়ালো আন্দোলন করা উচিত বলে অভিমত ব্যক্ত করে বলেন, অবিলম্বে চৌধুরী মঈনুদ্দিনকে দেশে ফিরিয়ে নিতে হবে। চিিহ্নত যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন জামাত বিএনপি ও তারেক জিয়া লন্ডনে বসে যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত এবং যুদ্ধাপরাধীদের বিচারকে প্রশ্নবিদ্ধ করার যে অপচেষ্টা করছে তার নিন্দা জানান এবং এসব অপরাজনীতি ও অপচেষ্টার বিরুদ্ধে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকে আরও বলিষ্ট ভুমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক সভাপতি শামসুদ্দিন খান যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্নের মাধ্যমে জাতিকে পুরোপুরি কলঙ্কমুক্ত করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ওয়ার্কার পার্টি ইউকের সেক্রেটারী ইসহাক কাজল বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে জামাত বিএনপি যে চক্রান্ত করছে তা প্রতিহত করতে হবে। ডেপুটি কনভেনার মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিক উপস্থিত সবাইকে স্বাগত জানান।
সভাপতির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় কনভেনার সাবেক ছাত্রনেতা মকিস মনসুর আহমদ বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত নেতৃবৃন্দকে ও উপস্থিত সবাইকে এবং অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের বিগত দিনের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনের অগ্রযাত্রায় সবার সার্বিক সহযোগিতার আহ্বান জানান।