জামিনে মুক্তি পেলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি
প্রকাশিত হয়েছে : ৮:৫৪:৩০,অপরাহ্ন ০৯ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের মামলা থেকে যুবদল কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় গাজীপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-১ থেকে তাকে জামিনে মুক্তি দেয়া হয়। কাশিমপুর কারাগারের পার্ট-১ এর জেলার ফরিদুর রহমান জানান, সকাল সোয়া ৯টার দিকে মোয়াজ্জেম হোসেন আলালের জামিনের কাগজপত্র কারাগারে আসে। পরে তা যাচাই-বাছাই করে দুপুর পৌনে ১টায় তাকে মুক্তি দেয়া হয়।
গত ২৭ ডিসেমম্বর গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে ঢাকার চকবাজার, শাহবাগ, পল্টন, মতিঝিল, শাহজাহানপুর থানায় ও বিশেষ ট্রাইবুনালে মোট নয়টি মামলা রয়েছে। উচ্চ আদালত থেকে সবগুলো মামলায় জামিন নেয়ার পর বৃহস্পতিবার তার জামিনের কাগজপত্র কারাগারে আসে। চলতি বছরের ৩১ জানুয়ারি তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারের পার্ট-১ এ আসেন। তার গ্রামের বাড়ি বরিশাল সদরের মীরবাড়ি বটতলা বাজার এলাকায়।