জামায়াতের ৪৮ ঘন্টার হরতাল শুরু
প্রকাশিত হয়েছে : ৮:৪১:৪৪,অপরাহ্ন ০৫ নভেম্বর ২০১৪
পিকেটিং দিয়ে সিলেট নগরীতে বুধবারের হরতাল শুরু হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতাল ভোর ছয়টা থেকে শুরু হয়েছে, চলবে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের আপিল বিভাগে ফাঁসির রায় বহাল থাকার প্রতিবাদে এ হরতালের ডাক দেয় দলটি।
গত সোমবার বেলা ১১টার দিকে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে বলা হয়, সরকার পরিকল্পিতভাবে জামায়াতে ইসলামীর নেতাদের হত্যা করার মহা পরিকল্পনা বাস্তবায়নের জন্য অস্থির হয়ে পড়েছে। মিথ্যা ও সাজানো অভিযোগে মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে সরকার ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে। দলীয় লোকদের দ্বারা স্বাক্ষ্য প্রদান করে সরকার মুহাম্মদ কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে।
এ কারণে ৫ নভেম্বর বুধবার সকাল ৬টা থেকে ৭ নভেম্বর শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল ডাক দেয়া হয়েছে।
জানা যায়, বুধবার সকালে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে পিকেটিং করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। মিরাবাজারে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ করে। পরে হরতাল সমর্থকরা একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা পালিয়ে যায়।
এদিকে নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, আম্বরখানা, শাহী ঈদগাহ, টিলাগড়, মদিনামার্কেটসহ বেশ কিছু পয়েন্টে পুলিশের ব্যপক উপস্থিতি লক্ষ করা গেছে। তবে বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে রোববার নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর ফাঁসির রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার হরতাল ডাকে জামায়াত। বুধবার ছিল দলটির বিক্ষোভ কর্মসূচি। এদিকে জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে দুই দফায় ৭২ ঘণ্টার হরতালের ডাক দেয় দলটি। সোমবার দ্বিতীয় দফার হরতালের শেষ দিন ছিল।
এদিকে জামাতের ডাকা হরতালকে ঘিরে রাজধানীসহ সারা দেশে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। টহল দিচ্ছে পুলিশ ও র্যা ব।মোতায়েন করা হয়েছে বিজিবি।
অন্যদিকে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আবার কোনো রায়ে কারো ফাঁসি দেয়া হলে লাগাতার হরতাল দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাতে ইসলামীর নায়েবে আমির মজিবুর রহমান।