জামায়াতের সাথে আন্দোলন ও নির্বাচন ছাড়া কোনো সম্পর্ক নেই : খালেদা
প্রকাশিত হয়েছে : ৫:২৯:১৫,অপরাহ্ন ০২ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
আন্দোলন এবং নির্বাচনের জোট ছাড়া জামায়াতের সঙ্গে কোনো সম্পর্ক নেই বিএনপির বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সোমবার রাতে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, ‘আওয়ামী লীগ সব সময় বলে আমরা নাকি রাজাকারদের গাড়িতে পতাকা তুলে দিয়েছি। পতাকা তারাই প্রথম রাজাকারদের গাড়িতে তুলে দিয়েছে। মওলানা নুরুল আমিন, একে ফয়জুল হক, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের গাড়িতে তারাই প্রথম পতাকা তুলে দেয়।’
তিনি বলেন, ১৯৮৬ জামায়াতকে সঙ্গে নিয়ে এরশাদের নির্বাচনে তারাই গেছে। ১৯৯৫ সালেও জামায়াতকে সঙ্গে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করে তারা। সুতরাং আমরা বলতে চাই জামায়াতের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক তাদেরই। আন্দোলন এবং নির্বাচনের জোট ছাড়া জামায়াতের সঙ্গে কোনো সম্পর্ক নেই বিএনপির।’
এ সময় খালেদা জিয়া সেনাবাহিনীও দলীয়করণ হবার অভিযোগ তুলে বলেন, ‘সেনাবাহিনীতে এখন নিরপেক্ষদের প্রমোশন হচ্ছে না। যারা তাদের লোক কেবল তাদেরকেই প্রমোশন হচ্ছে।’