জামাইয়ের হাতে শ্বশুর খুন
প্রকাশিত হয়েছে : ৭:৪১:৩৪,অপরাহ্ন ২৭ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
রাজশাহীতে শ্বশুরকে ছুরি দিয়ে খুন করার ঘটনা ঘটেছে। নিহতের নাম আবদুল জলিল (৪৮)। তবে পুলিশ দুই জনকে আটক করেছে বলে জানা গেছে।
শনিবার ভোরে জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বরের রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন একই গ্রামের আবদুর রশিদ ও তার ছেলে রিপন। এদিকে এঘটনার পর ঘাতক জামাই আনোয়ার হোসেন পালিয়ে গেছেন।
জানা গেছে, শনিবার ভোর ৫টার দিকে জলিল খেজুর গাছ থেকে রস নামাচ্ছিলেন। এ সময় জলিলের জামাই আনোয়ার ও তার সহযোগী রিপন তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান জলিল।
পরে ঘটনাটি জানাজানি হলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যান। সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত জলিলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান হাফিজ এসব তথ্য জানিয়েছেন।