জাফলং থেকে শুরু ‘ভালোবাসার গল্প’
প্রকাশিত হয়েছে : ১০:২৭:৩৪,অপরাহ্ন ১৭ জানুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক :: সুদৃশ্য পাহাড় চূড়া ও জলরাশির সমাহার সিলেটের জাফলং। সবুজ প্রকৃতির মাঝে শুরু হতে যাচ্ছে ‘ভালোবাসার গল্প’ নামে নতুন একটি ছবির কাজ।
২৩ জানুয়ারি থেকে জাফলংয়ের স্যুটিং লোকেশনে উপস্থিত হবেন ছবির অভিনয়শিল্পীরা। এ ছবিতে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, নবাগতা আফরিন, মুনিরা মিঠু,তানিয়াসহ আরো অনেকে। ছবিটি পরিচালনা করছেন অনন্য মামুন।
ছবিটি নিয়ে অভিনেতা আনিসুর রহমান মিলন বলেন, এ ছবিতে আমার চরিত্রের নাম আবির। পছন্দ করা মেয়েটির জন্য আমি নিজের জীবনের নানা সুখ বির্সজন দেই। ভালোবাসার গল্প ছবিটি একটি ভিন্নধর্মী প্রেমের গল্প হতে যাচ্ছে।
ছবি প্রসঙ্গে পরিচালক অনন্য মামুন বলেন, ছবির কাহিনীর জন্যই মিলন ভাইয়ের সঙ্গে নবাগত নায়িকা আফরিনকে নেওয়া হয়েছে। আশা করছি, দর্শক নতুন এ জুটির কাজ পছন্দ করবেন।