জানুয়ারির ১৬ দিনে রেমিট্যান্স এসেছে ৭১ কোটি ডলার
প্রকাশিত হয়েছে : ১২:৪৬:১৯,অপরাহ্ন ১৯ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: জানুয়ারির প্রথম ১৬দিনে(জানুয়ারি ১ থেকে ১৬ জানুয়ারি’২০১৫) প্রবাসীরা দেশে ৭১২.৩৪ মিলিয়ন মার্কিন ডলারের ডলার(৭১ কোটি ২০ লাখ ৩৪ হাজার ডলার) সমপরিমাণ টাকা দেশে পাঠিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংক্রান্ত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সোমবার(১৯ জানুয়ারি’২০১৫) প্রাপ্ত তথ্যানুয়ায়ী, এই ১৬ দিনে রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী, জনতা ও অগ্রণী ব্যাংকের মাধ্যমে আসা রেমিটেন্সের পরিমাণ ২১৮.৮৮ মিলিয়ন ডলার। এ ৪ ব্যাংকের মধ্যে অগ্রণীর মাধ্যমে সর্বোচ্চ ৮৭.১৪ মিলিয়ন ডলার, জনতার মাধ্যমে ৬০.৬৪ ও সোনালী ব্যাংকের মাধ্যমে ৬১.৯৩ মিলিয়ন ডলার এসেছে।
এছাড়া ৩৯টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ৪৭৮.৫৪ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে বিশেষায়িত এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে আসা রেমিটেন্সের পরিমাণ যথাক্রমে ৯.০৬ মিলিয়ন ডলার এবং ৫.৮৬ মিলিয়ন ডলার।
এর মধ্যে অন্যতম বিষয় হলো- বিশেষায়িত ৪টি ব্যাংকের মধ্যে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক(বিডিবিএল) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক(রাকাব) এর মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। গত ডিসেম্বর মাসেও এ দু’টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। অন্যদিকে বেসিক ব্যাংকের মাধ্যমে এসেছে দশমিক ০৬ মিলিয়ন ডলার।
একইভাবে বেসরকারিখাতের নতুন চালু হওয়া মেঘনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, ফারমার্স ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের মাধ্যমেও জানুয়ারিতে কোনো রেমিট্যান্স আসেনি।
বিদেশি ব্যাংকের মধ্যে হাবিব ব্যাংক, সিটি ব্যাংক এনএ, ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের মাধ্যমে কোনো রেমিটেন্স আসেনি।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ২০১৪ সালের ডিসেম্বর মাসে মোট ১২৫৮ দশমিক ১৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
নিউজ ডেস্ক :: জানুয়ারির প্রথম ১৬দিনে(জানুয়ারি ১ থেকে ১৬ জানুয়ারি’২০১৫) প্রবাসীরা দেশে ৭১২.৩৪ মিলিয়ন মার্কিন ডলারের ডলার(৭১ কোটি ২০ লাখ ৩৪ হাজার ডলার) সমপরিমাণ টাকা দেশে পাঠিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংক্রান্ত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সোমবার(১৯ জানুয়ারি’২০১৫) প্রাপ্ত তথ্যানুয়ায়ী, এই ১৬ দিনে রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী, জনতা ও অগ্রণী ব্যাংকের মাধ্যমে আসা রেমিটেন্সের পরিমাণ ২১৮.৮৮ মিলিয়ন ডলার। এ ৪ ব্যাংকের মধ্যে অগ্রণীর মাধ্যমে সর্বোচ্চ ৮৭.১৪ মিলিয়ন ডলার, জনতার মাধ্যমে ৬০.৬৪ ও সোনালী ব্যাংকের মাধ্যমে ৬১.৯৩ মিলিয়ন ডলার এসেছে।
এছাড়া ৩৯টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ৪৭৮.৫৪ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে বিশেষায়িত এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে আসা রেমিটেন্সের পরিমাণ যথাক্রমে ৯.০৬ মিলিয়ন ডলার এবং ৫.৮৬ মিলিয়ন ডলার।
এর মধ্যে অন্যতম বিষয় হলো- বিশেষায়িত ৪টি ব্যাংকের মধ্যে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক(বিডিবিএল) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক(রাকাব) এর মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। গত ডিসেম্বর মাসেও এ দু’টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। অন্যদিকে বেসিক ব্যাংকের মাধ্যমে এসেছে দশমিক ০৬ মিলিয়ন ডলার।
একইভাবে বেসরকারিখাতের নতুন চালু হওয়া মেঘনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, ফারমার্স ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের মাধ্যমেও জানুয়ারিতে কোনো রেমিট্যান্স আসেনি।
বিদেশি ব্যাংকের মধ্যে হাবিব ব্যাংক, সিটি ব্যাংক এনএ, ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের মাধ্যমে কোনো রেমিটেন্স আসেনি।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ২০১৪ সালের ডিসেম্বর মাসে মোট ১২৫৮ দশমিক ১৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।