জাতীয় বিশ্ববিদ্যালয়ে শীতের ছুটি ৫-৮ জানুয়ারি
প্রকাশিত হয়েছে : ৫:০৩:২৯,অপরাহ্ন ২০ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: বিশেষ সিনেট অধিবেশন ও ভর্তি পরীক্ষার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি পেছানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক ফয়জুল করিম জানান, ২১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বরের পরিবর্তে ছুটি নির্ধারণ করা হয়েছে ৫ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল অফিসও বন্ধ থাকবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশন এবং ২০১৪ সালের অনার্স ভর্তি পরীক্ষা থাকায় এ ছুটি পিছিয়ে নেয়া হয় বলে জানান তিনি।