জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের ফল আজ
প্রকাশিত হয়েছে : ৮:২৫:৫০,অপরাহ্ন ১৩ জানুয়ারি ২০১৫
শিক্ষাঙ্গন ডেস্ক :: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১২ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল আজ মঙ্গলবার প্রকাশ হবে। এই প্রথম স্বল্প সময়ের রেকর্ডে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ হচ্ছে।
মঙ্গলবার বেলা ৩টায় অন-লাইনসহ বিভিন্ন মাধ্যমে ফল জানা যাবে। এ পরীক্ষায় অনার্সের সাতাশটি বিষয়ে সারাদেশে দুইশত পাঁচটি কলেজের এক লাখ ত্রিশ হাজার পরীক্ষার্থী একশত চল্লিশটি কেন্দ্রে অংশ নেয়।
জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম জানান, গত ১১ নভেম্বরে লিখিত এবং ২৪ ডিসেম্বরে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষ হয়। লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর দুই মাসে পোস্টাল সার্ভিসেস এর পরিবর্তে আঞ্চলিক কেন্দ্রসমুহের মাধ্যমে গৃহীত নতুন ব্যবস্থাপনায় এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে। যেসব শিক্ষার্থী ২০১২ সালের ৩য় বর্ষে মানোন্নয়ন পরীক্ষায় অংশ নিয়েছে তাদের সংশোধিত ফলাফল আগামী ২ সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে।
প্রকাশিত ফলাফল www.nu.edu.bd এবং Ges www.nubd.info ওয়েব থেকে জানা যাবে।
এছাড়াও মোবাইলে মেসেজ করেও ফল জানা যাবে। এজন্য মেজেস গিয়ে লিখতে হবে nu<স্পেস>h4 <স্পেস> Roll লিখে ১৬২২২ নাম্বারে পাঠাতে হবে।