জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১০:০৯:৫২,অপরাহ্ন ১৯ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: আজ শুক্রবার সারাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ অনার্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সারাদেশের ১৮০টি কেন্দ্রে বেলা ১১টা থেকে একযোগে শুরু হয়ে এই পরীক্ষা চলে দুপুর ১২টা পর্যন্ত।
এ বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় ৫ লাখ ৩৭ হাজার শিক্ষার্থী।
পরীক্ষা শুরুর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদের ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।