জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা ছাত্রদলের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১:০৩:০৫,অপরাহ্ন ০৭ নভেম্বর ২০১৪
৭ ই নভেম্বরের চেতনায় উদ্ভুদ্ব হয়ে অবৈধ সরকারের পতন আন্দোলন তরান্বিত করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা। মহান এই নেতার দয়ায় এ দেশে আজ অনেকে রাজনীতি করার সুযোগ পাচ্ছে। ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছিলো সিপাহী জনতার বিজয়ের দিন। এদিন স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান কে ক্ষমতার মসনদে বসিয়েছিলো দেশবাসী। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জেলা ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথাগুলো বলেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ।
শুক্রবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ছাত্রদলের মিরাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি সাঈদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্নার পরিচালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা ও মহানগর ছাত্রদল নেতা জয়দেব চক্রবর্তী জয়ন্ত, জয়নাল আহমদ, মিফতাউল কবির, তারেক আহমদ, জয়নুল আবেদিন, আবুল হাসনাত, তছির আলী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মকসুদ আহমদ, লিটন কুমার দাস নান্টু, আমিনুল ইসলাম সাজু, মনোজ দেব, কাওসার আহমদ রানা, ইমু চৌধুরী, রেজোওয়ান আহমদ, আশরাফ উদ্দিন রুবেল, জুবের আহমদ, বদরুল আজাদ রানা, সামসুল ইসলাম লেইছ, আবুল বাশার, মুশফিকুর রহমান মনি, জাকারিয়া আহমদ, আব্দুল মোতাকাব্বির সাকি, দেলোওয়ার হোসেন, আবু ইয়ামিন চৌধুরী, আজিজুর রহমান, নাজমুল ইসলাম প্রমূখ।
সংবাদ বিজ্ঞপ্তি