জাতিসংঘের উদ্যোগকে বিএনপির স্বাগত
প্রকাশিত হয়েছে : ১২:১২:৩২,অপরাহ্ন ১৯ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
নির্দলীয় সরকার ব্যবস্থায় নির্বাচনের লক্ষ্যে জাতিসংঘসহ সব পক্ষের অর্থবহ সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার বিকাল ৫ টায় অজ্ঞাতস্থান থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ স্বাগত জানান।
এর আগে গতকাল সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরীও জানিয়েছিলেন, জাতিসংঘের উদ্যোগে বিএনপি সন্তুষ্ট। এবং জাতিসংঘ মহাসচিব বান কি মুনের দেওয়ার চিঠিও জবাব দেবে তারা। বুধবার রাতে এ সংক্রান্ত একটি প্রতিবেদন বাংলা ট্রিবিউনে প্রকাশিত হয়েছে।
সালাহ উদ্দিন আহমেদ বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নামে সম্পূর্ণ অসাংবিধানিক ও অগণতান্ত্রিক কায়দায় প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করে আওয়ামী লীগ এখন বাংলাদেশের স্বাধীনভূমি চিরস্থায়ী বন্দোবস্ত নিতে চায়। তিনি বলেন, সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, গণতন্ত্র মুক্তির এই আন্দোলনে ভোটের অধিকার, মৌলিক ও মানবাধিকার আদায়সহ সকল ন্যায্য দাবি আদায়ের অপ্রতিরোধ্য গণজোয়ারকে স্তব্ধ করা যাবে না।
সালাহউদ্দিন বলেনন সরকারি জুলুম-নির্যাতনের মাত্রা যত বাড়ছে, দ্রোহের অগ্নি স্ফুলিঙ্গ তত দ্রুতগতিতে দাবানলে পরিণত হচ্ছে। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে জনগণের স্বতঃস্ফূর্ত বিদ্রোহই সরকারের পতন ত্বরান্বিত করবে।
সালাহ উদ্দিন বিবৃতিতে বলেন, ২০ দলীয় জোটের উদ্যোগে চলমান শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। ইতোমধ্যে সরকার গণদাবি মেনে না নিলে আমরা আবারও হরতালসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।