জাতির জনকের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
প্রকাশিত হয়েছে : ৫:৪১:১৯,অপরাহ্ন ১৭ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
ঐতিহাসিক মুজিবনগর সরকার দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে দলের শীর্ষ নেতাদের নিয়ে দলের সভাপতি হিসেবে দ্বিতীয়বার ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর একে একে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
সহযোগী সংগঠনগুলোর মধ্যে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, কৃষক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিল।