জাকজমকপূর্ণ হবে এবারের মহানগর আ’লীগের সম্মেলন
প্রকাশিত হয়েছে : ৮:৪১:৩৩,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
খুলনা মহানগর আ’লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি বলেছেন, মহানগর আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন হবে জাকজমকপূর্ণ। সম্মেলনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই। তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে
কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান। রোববার সন্ধ্যায় স্থানীয় বিনাপানী স্কুলে থানা সভাপতি শেখ সৈয়দ আলীর সভাপতিত্বে দৌলতপুর থানা আ’লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি। তিনি বলেন, মানুষের কল্যাণে আমি রাজনীতি করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের উন্নয়নে গৃহীত সকল কর্মসূচি পালন করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি তিনি আহবান জানান। তিনি মহানগর আ’লীগের সম্মেলন সফলে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় বক্তৃতা করেন নগর আ’লীগ নেতা নূর ইসলাম বন্দ, আশরাফুল ইসলাম, অধ্যা: শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, শেখ মো: ফারুক আহমেদ, মোল্লা শওকত আলী, সদর থানা আ’লীগ সভাপতি এ্যাড. সাইফুল ইলাম, খানজাহান আলী থানা সভাপতি শেখ আবিদ হোসেন, মোজাম্মেল হক হাওলাদার, দৌলতপুর থানা আ’লীগ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বন্দ, খানজাহান আলী থানা সাধারণ সম্পদক এস, এম আনিছুর রহমান, রফিকুর রহমান রিপন, শেখ মোহাম্মদ আলী, আবু দাউদ মোড়ল, শেখ মোশারফ হোসেন, আবুল হোসেন বন্দ, এস এম শরীফুল ইসলাম, মিজানুর রহমান তরফদার, শেখ আকরাম হোসেন, আলহাজ্ব আ: হক, মফিজুর রহমান হিরু, আসিফুর রশিদ, ওয়াজেদ আলী মজনু, হারুনুর রশিদ, আবু জাফর, সোহেল সরদার, শেখ নজরুল ইসলাম,আকতার বন্দ, হালিম বন্দ, আ: হামিদ, আশরাফুজ্জামান খোকন, কাজী তালাত হোসেন কাউট, সোলায়মান, তুহিন শেখ, রানা পারভেজ সোহেল, মাসুদ বন্দ, বিউটি ইসলাম, ফারহানা নিপু, মোমতাজ বেগম. জেসমিন সুলতানা, বিনু ইসলাম, বাচ্চু মোড়ল, আকতার মাতবার, ফয়সাল তালুকদার প্রমুখ। পরে সম্মেলন সফলে দৌলতপুরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।